শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

বাসন্তি চাকমা এমপির উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ

প্রকাশঃ ১৭ জুন, ২০২২ ০৭:৩১:৩৮ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০২:৪৯:৩২  |  ৭৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ শুক্রবার রাঙামাটিতে মানবিক সহায়তা হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর অনুকুলে বরাদ্দকৃত  অসহায় ও দুঃস্থ পরিবারের ৩শ জন নারীকে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ের এসব খাবার সামগ্রী বিতরণ করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা।

বিতরণকালে এসময় রাঙামাটি মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মোহিতা দেওয়ান ও রিপা চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
বিতরণকালে বাসন্তী চাকমা এমপি বলেন, সরকারের সহায়তা তৃণমুল পর্যায়ে পৌঁছে দিতে আমরা কাজ করছি। সরকার চায় না পাহাড়ের মানুষ আর পিছিয়ে থাকুক।  তিনি পাহাড়ে সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

তিনি আরো বলেন, বর্তমান সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে আন্তরিক, তাদের সুখ দুখে পাশে থেকে আমরা সরকারের হয়ে সাহায্যে সহযোগিতা পৌছিয়ে দিচ্ছি। অন্য কোন সরকার  পাহাড়ের মানুষের উন্নয়নে কাজ করেনি।

অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ পরিবারের ৩শ জন পাহাড়ী-বাঙালী নারীকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যর অনুকুলে বরাদ্দকৃত সামগ্রী বিতরণ করা হয়।  


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions