বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪
মানুষ মানুষের জন্য... একটি মানবিক আবেদন

সাহায্য পেলে দৃষ্টিশক্তি ফিরে পাবে স্কুলছাত্রী লাবনী

প্রকাশঃ ১৭ জুন, ২০২২ ০৭:২৮:৪২ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:১৯:৪১  |  ৭৮১
সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও পড়তে পারছে না,  দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারছে না। আগে প্রতিনিয়তই সাধারণ ছেলে মেয়েদের মতোই চোখে দেখতো, ছিলো তার দৃষ্টি শক্তি। গত ২বছর ধরে চোখের সমস্যায় ভুগতে থাকলেও কিছুদিন যাবৎ চোখ দিয়ে পানিঝড়া, ব্যথা করা ঝাপসা হয়ে গেছে দৃষ্টিশক্তি। ঠিকমত দেখতে পারছে না লাবনী আক্তার। সে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী

 

চোখের সমস্যার কারণে সব কাজকর্মে তার নিত্যসঙ্গী চশমা। দিন গুনতে থাকে কবে ফিরে পাবে চোখের দৃষ্টিশক্তি। চোখ সম্পূর্ন ভালো না হওয়া পর্যন্ত পড়তে পারছে না ঠিকমতো। খেলতে পড়তে আর বড় হওয়ার স্বপ্ন নিয়ে চলে যায় সময় সেকেন্ড ঘন্টা

 

রাঙামাটির লংগদু উপজেলার  মাইনীমূখ ইউনিয়নের বাইট্টাপাড়া গ্রামের ভূমিহীন সাধারণ এক দিনমজুর মোঃ আইয়ুব আলীর স্কুল পড়ুয়া মেয়ে লাবনী এখন চোখের আলো হারাতে বসেছে

 

পরিবারের প্রধান আয় দিনমজুর, কষ্টের মধ্যে দিয়েও মেয়েটির দৃষ্টি ফিরে পেতে চিকিৎসার জন্য পাড়ি দিয়েছেন ঢাকার একটি হাসপাতালে

 

পরীক্ষা-নিরিক্ষার পর চিকিৎসক জানান, চোখ অপারেশন করাতে হবে অর্থাৎ অপারেশনের মাধ্যমে চোখে দৃষ্টি ফিরে আনা সম্ভব। এতে প্রায় থেকে দেড় লাখ টাকার প্রয়োজন। কিন্তু মেয়েটির বাবা দিনমজুর হওয়ায় এই মোটা অংকের অর্থের ব্যবস্থা করা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে

 

লাবনীর বাবা আইয়ুব আলী কান্নাকন্ঠে বলেন, অর্থাভাবে চিকিৎসা করাতে পারছি না। মেয়েটি ছাত্রী হিসেবে খুবই ভালো, ছোট থেকে সব পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। বড় হয়ে ভালো কিছু হতে চায়। স্বপ্নযাত্রা নিভে যাবে এভাবে মেনে নিতে না পেরে মানুষের দ্বারে দ্বারে সাহায্যে চাচ্ছি

 

লাবনীর মা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার এক ছেলে এক মেয়ে। মেয়েটি বড়। ওর বাপ দিন মজুরের কাজ করে। আমাদের কোন জায়গা জমি নাই। মাইনসের এনে থাহি। এহন পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক্তররা কইলো অপারেশন করাইতে অইবো। এইহানে খরচ লাগব প্রায় লাখ টাকার বেশি। তাইলে আমার মেয়ের চোখ বাচান যাইবো। আমরা গরীব মানুষ এত টেহা কই পামু? এহন সবাই একটু সাহায্য করলে আমার মেয়ের চোখে অপারেশন করলে আল্লাহর রহমতে দেখতে পড়তে পাইব

 

স্কুলের প্রধান শিক্ষক জানান, লাবনী ছাত্রী হিসাবে খুবই ভালো। তার পড়া ধরে রাখার মতো স্মৃতিশক্তি ভালো। মেয়েটির চোখের যে সমস্যা যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির অপারেশনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তো মেধাবী ছাত্রী লাবনী এই সুন্দর পৃথিবীর সবকিছু দেখতে পেতো

 

লাবনীর চিকিৎসার জন্য যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন-

 

বিকাশ (পার্সোনাল)- ০১৫৬৮৩০৩০৬০

নগদ (পার্সোনাল)- ০১৫৫২৭১১১৩১

রকেট (পার্সোনাল)- ০১৭১৯৯১১৯৯৭

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions