শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়ি পৌরসভায় মেয়র পদে জমির ও চন্দ্রঘোনায় মিলন নির্বাচিত

প্রকাশঃ ১৫ জুন, ২০২২ ১১:৫৬:৪৫ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০২:৩০:০০  |  ৭৫৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নবগঠিত নির্বাচন কমিশনের অধীন প্রথমবারের মত রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভা ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। এতে আওয়ামীলীগের প্রার্থী জমির হোসেন নৌকায় প্রতীকে পেয়েছেন ৬০৮৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজা মোবাইল প্রতীকে পেয়েছেন ২২৮১ ভোট। প্রায় ৩,৮০৩ ভোটের ব্যবধানে আওয়ামীলীগের প্রার্থী জমির হোসেন মেয়র পদে বিজয় লাভ করেন।

বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫,৩৫১ জন।

অন্যদিকে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো: আক্তার হোসেন মিলন নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪১৫ ভোট, স্বতন্ত্র ও আওয়ামীলীগের প্রার্থী বিপ্লব মারমা আনারস প্রতীকে পেয়েছেন ২০৬৬ ভোট। প্রায় ১৩৪৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয় লাভ করেন আওয়ামীলীগ প্রার্থী মো: আক্তার হোসেন মিলন।

চন্দ্রঘোনা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১শ' ৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪শ' ৮৮ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৬ শ' ৭২ জন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions