বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম শুরু

প্রকাশঃ ১৫ জুন, ২০২২ ০৯:৫৪:৫৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১১:২০:৩২  |  ৬১২
সিএইচটি টুডে ডট কম. খাগড়াছড়ি॥ “জনশুমারীতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” স্লোগানে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও শুরু হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম।

বুধবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে জনশুমারী ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। পরে একই থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াসাদ উদ্দীন, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক দুলাল হোসেন সহ জনশুমারী ও গৃহগণনা কাজের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে আগামী ২১ জুন পর্যন্ত প্রথম বারের মতো ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে একযোগে জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম পরিচালিত হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions