শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বাঘাইছড়ি পৌরসভা ও কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে

প্রকাশঃ ১৫ জুন, ২০২২ ০৯:৪৫:৪৫ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:১১:৫৭  |  ৫৬৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটিশান্তিপূর্ণ পরিবেশে এই প্রথমবারের মতো ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে চলছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। 

 

আজ সকাল ৮টা থেকে বাঘাইছড়ির পৌররসভার ওয়ার্ডের ৯টি কেন্দ্র এবং চন্দ্রঘোনা ইউনিয়নের ৯টি ওয়াডের্র ৯টি কেন্দ্রে এক যোগাযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে

 

এবার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে জন, কাউন্সিলর পদে ২১জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে জন সাধারণ সদস্য সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮ জন অংশ গ্রহণ করছে

 

এদিকে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্লাটুন বিজিবি, এক প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে।  

 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান জানান, বাঘাইছড়িতে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

 

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions