শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় রাঙামাটিতে সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৪ জুন, ২০২২ ০১:৩৭:২১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১২:২৪:০৬  |  ৫৩০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ধস, বন্যা,ভূমিকম্প ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভা প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, কাউন্সিলর বাচিং মারমা, নুরুন্নবী, রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মনিরুল ইসলামসহ সামরিক বেসামরিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি ১০উপজেলার মধ্যে যেসব উপজেলা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব উপজেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে সরকারী ত্রাণ সহায়তা পৌছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পাশাপাশি রাঙামাটি শহরসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনসাধারনকে সচেতন করতে এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে এলাকায় এলাকায় গিয়ে মাতৃভাষায় প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক জানান, এবার বর্ষায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, পুলিশ, পৌরসভা, সেনাবাহিনীসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন একসাথে কাজ করবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions