শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়িতে বজ্রপাতে এবার স্কুল ছাত্রী নিহত

প্রকাশঃ ১৪ জুন, ২০২২ ১০:১০:২৮ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১০:৩৪:৫৭  |  ৮৬৩
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়িতে  একদিনের ব্যবধানে বজ্রপাতে রুপশী চাকমা নামে ৮ম শ্রেণীর এক ছাত্রী মারা গেছে।

আজ মঙ্গলবার বিকাল ৫টায় এই ঘটনা ঘটে।  নিহত রুপশী চাকমা খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে বড় দুরছড়ি এলাকার পুলিন বিহারী চাকমার মেয়ে। গতকাল সোমবার সন্ধায় একই এলাকায় অনার্স প্রথম বর্ষের ছাত্র অর্কো চাকমা মারা যায়। 

খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, ঝড়ের  সময় রুপশী চাকমা উঠানে নারিকেল গাছের পাশে দাড়িয়ে ছিলো এসময় হঠাৎ বজ্রপাত হলে  ঘটনা স্থলেই প্রাণ হারায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক পরপর একই এলাকার দুইজন মানুষ এভাবে চলে যাওয়া, সবাইকে আরো সতর্ক ভাবে চলাফেরা করতে হবে। বৃষ্টি ও বজ্রপাত হলে সাবধানতা অবলম্বন করতে হবে।

নিহত ২জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions