শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বিলাইছড়িতে চাকমা ভাষা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশঃ ১৪ জুন, ২০২২ ০৮:৪৮:১১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১১:২০:২৩  |  ৮২৫

সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বিলাইছড়িতে  মাতৃভাষা শিক্ষা ভিক্তিক (MLE) চাকমা বিষয়ক শিক্ষকদের রিফ্রেসার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের  উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য  রেমলিয়ানা পাংখোয়া। 

 

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিস -এর বাস্তবায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ - এর অর্থায়নেউপজেলা সিসোর্স সেন্টার হল রুমে ৩০ জন শিক্ষকদের নিয়ে  সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে ১৪ জুন হতে - ২০ জুন পর্যন্ত প্রশিক্ষণ চলবে, প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হবে।  এতে নিয়মিত প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন  মাতৃভাষা পাঠ্যবই লেখক প্রশিক্ষক সমন্বয়ক প্রসন্ন কুমার চাকমা শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।  

 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ইন্সট্রক্টর বখতেয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রখর কান্তি চাকমা, ছাত্রলীগের সভাপতি উষামং মার্মা এবং আওয়ামী- যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মার্মা(আকাশ)প্রমূখ

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions