বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

মহানবীকে অবমাননার প্রতিবাদে দীঘিনালায় ধর্মপ্রাণ মুসল্লীদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশঃ ১৩ জুন, ২০২২ ০৯:৪৬:৩৭ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৯:৪৫:৪৯  |  ৭০৪

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। ইসলাম ধর্মের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মার এবং মিডিয়া টীমের সদস্য নবীন জিন্দাল কর্তৃক কটুক্তির প্রতিবাদে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় প্রতিবাদ সমাবেশ করেছে ইসলাম ধর্মের অনুসারী আলেম, ওলামা মুসল্লীরা।

সোমবার (১৩ জুন) সকাল ৯টায় দীঘিনালার বঙ্গবন্ধু চত্ত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

 

নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয় মুসল্লীরা। এতে উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরাও অংশ গ্রহণ করে

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইমাম মোয়াজ্জেম ঐক্য পরিষদের সভাপতি মাওয়ালা জামালুল হাসান, সহ-দফতর মাওলানা হামীদ উল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন, প্রচার সম্পাদক মাওলানা কাউসার আজিজি সহ ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন জামে মসজিদের খতিবেরা বক্তব্য দেন সমাবেশে

 

সমাবেশে বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি করায় অনতিবিলম্বে নুপুর শর্মাক নবীন জিন্দালকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। নুপুর শর্মা সহ যারা নবীজিকে নিয়ে কটুক্তি করেছে তাদেরকে শাস্তির আনার দাবীও জানান বক্তারা। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদের চলতি অধিবেশনে মহানবীকে নিয়ে কটুক্তির নিন্দা প্রস্তাব উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions