বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সেবায় রেড ক্রস

প্রকাশঃ ১৭ এপ্রিল, ২০২২ ১২:৫১:৩৬ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৭:৩৫:১২  |  ৫৮৭

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়িতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির শারীরিক পুনর্বাসন কর্মসূচীর আওতায় শারীরিকভাবে অক্ষম জনকে হুইল চেয়ার বিতরণ অঙ্গহানি হওয়া জনের কৃত্রিম পা প্রতিস্থাপন করা হয়েছে।

 

আজ রোববার (১৭ এপ্রিল) বেলা ১১টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে হুইল চেয়ার হস্তান্তরকালে এই তথ্য জানান সংশ্লিষ্টরা

 

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, ইউনিট সেক্রেটারি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ফিজিওথেরাপিস্ট কাজী ইমদাদুল হক, সিআরপি চট্টগ্রামের ম্যানেজার খলিলুর রহমান, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার প্রমূখ

 

উল্লেখ্য, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির শারীরিক পুনর্বাসন কর্মসূচির আওতায় চট্টগ্রামের সিআরপি হাসপাতালে কৃত্রিম পা স্থাপন এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা শেষে প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়ি জেলা থেকে বিভিন্ন সময়ে এই কর্মসূচীর আওতায় অনেকে সেবা গ্রহণ করে আসছেন 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions