সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২২ ০১:২৪:২৮ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ১২:০৮:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের অধীন বাঘাইহাট জোন। সোমবার সকালে বিএফআইডিসি খেলার মাঠে সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ শতাধিক দুস্থ ও হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

এ সময় বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়নের লেফটেন্যান্ট কর্নেল এসএম শফিকুর রহমান, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিতি ছিলেন।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বলেন, সবার শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে পার্বত্য এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাহাড়ে পিছিয়ে পড়া অসহায়, দুস্থ ও হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। আগামীতেও পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের মানবিক সহায়তায় কাজ করে যাবে সেনাবাহিনী।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions