রাঙামাটিতে ৩১জনের মধ্যে ১১জনের পজেটিভ

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২২ ০২:১৫:৫১ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৬:২৯:২৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আজ শনিবার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টেজিনায় ৩১জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে ১১জনের পজেটিভ  এসেছে। নমুনা পরীক্ষা অনুসারে সনাক্তের হার ৩৫.৪৮% পার্সেন্ট।

শনিবার রাঙামাটি পিসিআর ল্যাবে ১৬ জন এবং এন্টেজিনায় পরীক্ষা করেছেন ১৫জন। মোট ৩১জনের মধ্যে রাঙামাটি সদরে ৯জন এবং কাপ্তাই উপজেলায় ২জনের পজেটিভ আসে।

রাঙামাটিতে এপর্যন্ত ২৭০৫৫জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে নেগেটিভ এসেছে ২২,৭৫৩জনের। এরমধ্যে পজেটিভ এসেছে ৪,৩০১জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪জন।

রাঙামাটিতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩,৭৮,৫২৬ জন, ২য় ডোজের টিকা নিয়েছেন ২,৯৮,১৯৭জন। বুষ্টার ডোজ নিয়েছেন ৫৬৮জন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions