বান্দরবানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের কমিটি গঠন

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২২ ০৫:২২:২২ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১১:০৭:০২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আকাশ চৌধুরীকে সভাপতি এবং সুমন কান্তি দে কে সাধারণ সম্পাদক করে বান্দরবানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের কমিটি গঠন করা হয়েছে।  শুক্রবার (১৫ জানুয়ারি) মন্দিরে সন্ধ্যাকালীন বিনীত প্রার্থনার পরে এ নতুন কমিটি গঠন করা হয়।

এছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ পদে কৃষ্ণ পদ দাশ এবং সাংগঠনিক সম্পাদক পদে টিপু দাশকে নির্বাচিত করা হয়।

আগামী দুই সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হবে। এ কমিটি তিন বছর মেয়াদি বলে জানান কমিটির কোষাধ্যক্ষ কৃষ্ণ পদ দাশ। 

এদিকে নির্বাচিত কমিটির সভাপতি আকাশ চৌধুরী জানান, মন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করবে এ কমিটি। মন্দিরের উন্নয়নে আশা করি সবাই সহযোগিতা করবেন।

প্রসঙ্গত, ১৯৯০ সালে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশনে নির্মাণ করা হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের মন্দির।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions