খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস

প্রকাশঃ ০৮ এপ্রিল, ২০১৮ ০৯:৩০:৩৬ | আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ ০৫:৪৭:১৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। “সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাঃ সবার জন্য সর্বত্র”এ প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য আজ দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ, পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উন্নয়ন কর্মীরা  অংশ গ্রহন করে।

র‌্যালিটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

জেলা সিভিল সার্জন ডা. শওকত হোসেন’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চাহেল তস্তরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান চুঞ্চুমনি চাকমা প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: নয়নময় ত্রিপুরা।

পরে খাগড়াছড়ি মুক্ত মঞ্চে বিশ^ স্বাস্থ্য দিবস উপলক্ষে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions