মাটিরাঙ্গায় ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রযুক্তির সাহায্যে আসামীকে আটক

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২১ ১০:০২:২৪ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৯:৫৭:৫৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জরিনা বেগম নামে এক বিধবা নারীকে ধর্ষণের পর খুনের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।

বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে ক্লু লেস এ হত্যাকান্ড ও আসামীকে গ্রেপ্তারের বিষয়ে কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে আসামী আবুল কালামকে গত বৃহস্পতিবার রাতে মাটিরাঙা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে গত ১৫ ডিসেম্বর রাতে ভিকটিমকে একা পেয়ে ধর্ষণ ও পরতর্তীতে বিয়ে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

আসামী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

গত ২০ ডিসেম্বর ভিকটিমের বসত বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২২ ডিসেম্বর নিহতের ছেলে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাত আসামীদের  নামে মামলা করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions