মহালছড়িতে উপজেলা চেয়ারম্যান এর উদ্যোগে মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২১ ০১:৫২:৫৩ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৭:৪২:১২

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা'র উদ্যোগে মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় ধর্মীয় উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মুবাছড়ি এলাকার খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহা পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।


পারিবারিক এই ধর্মীয় অনুষ্ঠানে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন বিহার থেকে বিহারাধ্যক্ষসহ ৩ শতাধিক ভিক্ষুসহ হাজারো পূণ্যার্থী উপস্থিত ছিলেন।


এ অনুষ্ঠানে প্রধান সংঘনায়ক হিসেবে শ্রীমৎ বোধিপাল মহাস্থবির ও দায়ক প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। ধর্মীয় অনুষ্ঠান শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।


উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা তার সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে বুদ্ধের নীতি আদর্শ মেনে চলার আহবান জানান। উপজেলা চেয়ারম্যান ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক বিমল কান্তি চাকমা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রয়াত সোনাধন চাকমার প্রজন্মান্তরে কালগত ও জীবিত জ্ঞাতিকুল এবং মাতৃ কুলের কালগত ও জীবিত জ্ঞাতিকুল ও এলাকাবাসীসহ সকল প্রাণীর হিতসূখ মঙ্গলার্থে পারিবারিকভাবে এ মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ধর্মীয় অনুষ্ঠানে সংঘদান, ত্রিপিটক দান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, আকাশ প্রদীপ দান, হাজার প্রদীপ দান ও পিন্ড দানসহ নানাবিধ দান সম্পন্ন করা হয়।


এছাড়াও আয়োজক পরিবার বর্গের এবং জগতের সকলের প্রাণীর হিতার্থে ধর্মীয় দেশনা প্রদান করেন উপস্থিত ভিক্ষুসংঘ।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions