ইউপি নির্বাচনের কারণে থানচি, রোয়াংছড়িতে পর্যটকদের ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২১ ০৯:২৪:২৭ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৬:৫৯:০১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এই তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর (রোববার) জেলার রোয়াংছড়ি ও থানচির ৮ ইউনিয়নে নির্বাচন হবে, নির্বাচনকে ঘিরে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এ দুটি উপজেলার মধ্যে থানচিতে নাফাখুম, বড় পাথর, রেমাক্রি ফলস, এবং রোয়াংছড়িতে দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে, আর এসব পর্যটন কেন্দ্রে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ভ্রমন করতে আসে। তাই এ দুই উপজেলায় তিন দিনের জন্য পর্যটক ও বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৩ দিন জেলার রোয়াংছড়ি ও থানচির পর্যটন কেন্দ্রে পর্যটকসহ সব বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions