মহালছড়িতে ইউপি নির্বাচনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে পূনরায় ভোট ৩০ ডিসেম্বর

প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২১ ১১:৪৫:৪৫ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১১:১০:৪৭

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় স্থগিত হওয়া একটি কেন্দ্রে পূনরায় ভোট অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।


নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউপি এর মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের স্থগিত হওয়া কেন্দ্রটির ভোট পূনরায় অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। এই কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩০৫ জন।


গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাইসছড়ি ইউপিতে মোট ৯ টি কেন্দ্রের মধ্য ১ টি কেন্দ্র ভোট জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে স্থগিত ঘোষণা করা হয়। বাকি ৮ টি কেন্দ্রের ফলাফলে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন ২১২২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে সাজাই মারমা পেয়েছেন ৩৩২১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions