শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে বান্দরবানে দোয়া মাহফিল

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২১ ১২:৩৯:০৪ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ১০:৩৫:৪৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  শেখ রাসেল এর ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষে বান্দরবানে  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর (সোমবার) বিকেলে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো.জিল্লুর রহমান,সিনিয়র সহকারী প্রকৌশলী মো.জামাল উদ্দিন, ঠিকাদার মো.আনিসুর রহমান সুজন,নাজমুল হাসান ভুইয়া, মো.জসিম উদ্দিন, মো.জুয়েল এবং এলজিইডির বিভিন্ন  কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন এলজিইডি’র এবাদত খানার ইমাম মো.রহমত উল্লাহ।

দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions