দূর্গোৎসব উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশঃ ১২ অক্টোবর, ২০২১ ১২:৫৪:৪৭ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০২:৪৪:৫৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সার্বজনীন দূর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। সনাতন সমাজ কল্যান পরিষদ খাগড়াছড়ি সদর শাখার উদ্যোগে আয়োজিত এই সেবা নিয়েছেন জেলা সদর এলাকার বিভিন্ন ধর্ম বর্ণের প্রায় আড়াই‘শ মানুষ। এতে সহায়তা করছে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।

সোমবার সকালে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সুজিত দাশের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, এডভোকেট বিধান কানুনগো ও পৌর কাউন্সিলর পরিমল দেবনাথ।

উল্লেখ্য প্রতিবছর দূর্গা পুজা উপলক্ষে এই ধরণের আয়োজন করা হয়ে থাকে।

পরে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions