রাঙামাটিতে বৌদ্ধদের মধু পুর্ণিমা উদযাপিত

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০২১ ১০:০২:৫৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:৪২:০০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শহরের রাজবন বিহার, মৈত্রী বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে স্বাস্থ্যবিধি মেনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পুর্ণিমা উদযাপিত হয়েছে। মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় ভাদ্র পুর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধকে মধু করে এক বানর। তাই এ পবিত্র তিথিকে ‘মুধ পুর্ণিমা’ উৎসব পালন করে বৌদ্ধ সম্প্রদায়।

এ উপলক্ষে সোমবার রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে ভোর থেকে দিনব্যাপী ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালিত হয়েছে। রাঙামাটি রাজবন বিহারে সকালে প্রাত:রাশ, পিন্ডদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, পঞ্চশীল প্রার্থনা, ধর্মীয় দেশনা এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের উত্তরসুরি ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ জৈষ্ঠ পুরোহিতরা ধর্মীয় দেশনা দেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, প্রাক্তন উপমন্ত্রী মণিস্বপন দেওয়ানসহ উপাসক-উপাসিকা পরিষদের সদস্যসহ অসংখ্য পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions