বান্দরবানে দ্বিতীয় ধাপে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণ টিকাদান কার্যক্রম শুরু

প্রকাশঃ ০৭ সেপ্টেম্বর, ২০২১ ০৭:৪৫:১০ | আপডেটঃ ০৭ মে, ২০২৪ ১০:৫০:৩২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশের মত বান্দরবানেও পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দ্বিতীয় ধাপে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান ও লামা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং ৩৩টি ইউনিয়নের ১০৮টি বুথে করোনা ভ্যাকসিন এর গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। একদিনে বান্দরবানের প্রায় ২১হাজার জনসাধারণকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, পাশাপাশি ১৮ বছর বয়সী যারা টিকার জন্য নতুন রেজিষ্ট্রেশন করেছেন তারাও প্রথম ডোজ টিকা নিতে পারছে।

৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় দুটি পৌরসভা ও ৩৩ টি ইউনিয়নের দ্বিতীয় ধাপে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু চলমান থাকবে।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান, বান্দরবানে এ পর্যন্ত মোট করোনা রোগীর শনাক্ত হয়েছে ২৩০২জন,আর সুস্থ হয়েছে ১৯০৬ জন। এই পর্যন্ত করোনায় জেলায় মৃত্যু হয়েছে ১৪ জনের।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions