ঘুমধুম পুলিশের অভিযানে ১৮শত পিস ইয়াবাসহ গ্রেফতার এক

প্রকাশঃ ০৭ সেপ্টেম্বর, ২০২১ ০১:৪১:৪০ | আপডেটঃ ০১ মে, ২০২৪ ০১:৩৪:২৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের  নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১৮শত পিস ইয়াবাসহ আবদুল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর)  দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায়, ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ(ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের তত্ত্ববধানে, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই আল আমিন, এএসআই সাহাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উখিয়া টেকনাফ রোডস্থ ৩নং ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ড ঘোনা পাড়ার মুরাদ সাহেবের রাবার বাগানের প্রবেশ মুখে চেকপোষ্ট বসিয়ে  তল্লাসী করে ১৮শত ইয়াবাসহ আব্দুল্লাহ (১৯) নামের এক মাদক কারবারীকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৫লক্ষ ৪০ হাজার টাকা।

আটককৃত যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর শামসুল আলমের ছেলে।

এ সংক্রান্ত নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। ওসি আরো জানান,মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষনা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions