সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানছি,রুমা,লামা,আলীকদম ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ছড়া-খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বান্দরবানের প্রেস কøাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস কাউন্সিল,বান্দরবান জেলা শাখা। মানববন্ধনে কলেজের শিক্ষার্থী ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবানের সাঙ্গু নদীসহ জেলার কয়েকটি উপজেলায় বিভিন্ন ছড়া-খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এতে ছড়ার পানি শুকিয়ে যাওয়ায় পানি সংকটে ভুগছে দুর্গম এলাকার মানুষ।
এসময় বক্তারা আরো বলেন,অবৈধভাবে পাথর উত্তোলন এখনই বন্ধ করা না হলে আগামীতে সাঙ্গু নদীর পানি শুকিয়ে যাবে এবং মারাত্মক হুমকির মুখে পড়বে বান্দরবানবাসী।