ভিডিপি সদস্য দিরময় বমের পরিবারকে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২১ ০১:৪৭:৪৪ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০২:৫৫:৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ির ভিডিপি সদস্য মৃত দিরময় বমের পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, গত ১৬ জুলাই রাত ১১টার দিকে অসুস্থতা জনিত কারনে মৃত্যুবরণ করেন রোয়াংছড়ি এলাকার ন ভিডিপি সদস্য দিরময় বম (৪৮)।  মৃত দিরময় বম দীর্ঘ দুই বছর যাবৎ শারিরীকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

এদিকে দরিদ্র দিরময় বমের মৃত্যুর সংবাদ শুনে বান্দরবান জোনের রোয়াংছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যগণ তাৎক্ষনিকভাবে মৃত ব্যক্তির পরিবারকে সৎকার কাজের জন্য আর্থিক সহযোগীতা করার জন্য ছুটে যায়। এছাড়াও মৃত দিরময়ের পরিবারের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রান সহায়তা প্রদান করা হয়।

সেনাবাহিনী ও রোয়াংছড়ি উপজেলা আনসার-ভিডিপি অফিস থেকে জানানো হয়, মৃত দিরময় বম একজন কর্মঠ ভিডিপি সদস্য ছিলেন, তারা তার মৃত্যুতে তারা শোকাহত।

এদিকে সেনাবাহিনীর তাৎক্ষনিক এই সহায়তা পেয়ে পাড়াবাসিরা সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions