মহালছড়িতে ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু

প্রকাশঃ ১০ জুলাই, ২০২১ ১০:১১:০০ | আপডেটঃ ০৬ মে, ২০২৪ ০৫:১৫:৩৭

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। মৃত দুই ভাইবোন হলো পরাণগুলো চাকমা (৮) ও চম্পক চাকমা (৬) তারা মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামের সুপায়ন চাকমার সন্তান।


স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জুলাই শনিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে একই গ্রামে পাশাপাশি বাড়ি দাদুর বাড়িতে দুই ভাইবোন একসাথে বেড়াতে গিয়ে ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয় একজন দুই ভাইবোনকে ডোবায় ভাসতে দেখে লোকজনকে খবর দিয়ে দুই ভাইবোনকে উদ্ধার করার পর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।


মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা ডোবার পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।


এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ জানান, ঘটনাটি শুনেছি তবে ঘটনাস্থল থানা থেকে অনেক দুরে হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। সেখান থেকে ফিরলে বিস্তারিত জানা যাবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions