সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন মহল। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি) খাগড়াছড়ি শাখার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএসসি খাগড়াছড়ি শাখার সভাপতি মংচিহ্লা মারমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সমাজকর্মী কিরণ মারমা, উন্নয়নকর্মী সুচিংথুই মারমাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা, পার্বত্য চট্টগ্রাম অবৈধভাবে পাথর উত্তোলনের প্রভাবে প্রতিনিয়ত ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, ভূমি ক্ষয় ও পাহাড় ধসের মতো প্রাকৃতিক দূর্যোগের মাত্রা বৃদ্ধি ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস উল্লেখ করে দ্রুত অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। অন্যাথায়, গত বছরের মতো ভয়াবহ পাহাড় ধসে আরও প্রাণনাশের ঘটনা ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন।