সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের স্বণির্ভর বাজার এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করা হয়।
গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি শাখার সভাপতি লালন চাকমার সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্সল ফেডারেশন খাগড়াছড়ি শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার সভাপতি তপন চাকমা।
বক্তারা বাংলাদেশকে গণতন্ত্র বিহীন রাষ্ট্র দাবি করে উদাহরণস্বরূপ ১৮ দিনেও হিল উইমেন্স ফেডারেশনের অপহৃত দুই নেত্রীকে উদ্ধারে রাষ্ট্রের ব্যর্থতাকে দায়ী করেন। এছাড়া বিভিন্ন সময় সংগঠিত হত্যাকা-, গুম ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনে যার জ¦লন্ত প্রমাণ বলে দাবি করেন।
সমাবেশ শেষে স্বণির্ভর বাজার থেকে শোভাযাত্রা বের করে চেঙ্গী স্কোয়ার মোড় পর্যন্ত প্রদক্ষিণ করা হয়।