চসিকের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব আর নেই

প্রকাশঃ ২০ মে, ২০২১ ০৯:০১:২৬ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ১১:৪৪:৩২
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবানের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল ওহাব ইন্তেকাল (ইন্নালিল্লাহি--- রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

২০ বৃহস্পতিবার রাত ৩ টার দিকে চট্টগ্রামের খুলশীস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদে আছর বান্দরবানের ঈদগাহ ময়দানে জানাজা শেষে গোরস্থান মসজিদ সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বীর মুক্তিযুদ্ধা আব্দুল ওহাবের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার এ কর্মকর্তা চাকরি জীবনে লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বান্দরবানের বিশিষ্ট কবিরাজ মরহুম আলী মিয়ার তৃতীয় সন্তান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions