কাপ্তাইয়ে পর্যটকদের আগমন ঠেকাতে তৎপর প্রশাসন, ২৪ মামলায় জরিমানা

প্রকাশঃ ১৯ মে, ২০২১ ০১:০৮:৩০ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০২:৪১:৩১
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটি)। লকডাউনের সময়ে কাপ্তাইয়ে  পর্যটকদের আগমন বেড়ে যাওয়ায় পর্যটক ঠেকাতে কাপ্তাইয়ের প্রবেশমুখ রেশমবাগান পুলিশ চেকপোস্টে আজ মঙ্গলবার   ভ্রাম্যমান  আদালত অভিযান পরিচালনা করেছেন কাপ্তাই উপজেলা প্রশাসন।

এসময় উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান অহেতুক কাপ্তাইয়ে প্রবেশ, সড়ক পরিবহন আইন অমান্য  সহ বিভিন্ন অপরাধে  ২৪ টি মামলায় ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।  তৎমধ্যে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫ টি মামলায় ১০০০ টাকা,২৬৯ ধারায় ১৭ টি মামলায় ৫১০০ টাকা এবং  সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৬৬ ধারায় ২ টি মামলায় ৬০০ টাকা জরিমানাধ আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে এইসময় বেড়াতে আসা পর্যটকদের কাপ্তাইয়ে ঢুকতে দেওয়া হয়নি।  উল্টোপথে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রেশমবাগান পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions