ফারুকের বাম চোখের মনি অপারেশনে এগিয়ে এলেন জেলা প্রশাসক

প্রকাশঃ ১৮ মে, ২০২১ ০২:২৬:৩৩ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৩:১৭:১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কোর্ট বিল্ডিং এলাকার বাসিন্দা মৃত আব্দুল আলীমের সন্তান মোঃ ফারুক (৩০) এর দূর্ঘটনা জনিত কারণে বাম চোখের মনি অপারেশন করাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

আজ সোমবার (১৭মে) দুপুর ১২টায় জেলা প্রশাসন কার্যালয়ে মোঃ ফারুকের হাতে জেলা প্রশাসন  ১০হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।

ফারুক জানান, চলতি বছরের জানুয়ারীতে দুর্ঘটনাবশত: তার বাম চোখে আঘাত পায়। এখন তিনি চোখে দেখতে পান না।  দূর্ঘটনা জনিত কারণে এখন তাঁর বাম চোখের মনি অপারেশন করাতে হবে। এছাড়া ফারুকের ডায়েবেটিস থাকার ফলে চোখের অপারেশন পরবর্তী ঔষধসমূহ অত্যন্ত ব্যয়বহুল যা তার পক্ষে ক্রয় করা সম্ভব না হওয়ায় স্থানীয় সাংবাদিক কামাল উদ্দিনের সহযোগিতায়  জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের নিকট আর্থিক সাহায্যের আবেদন করেন। এসময় জেলা প্রশাসক তাকে নগদ  ১০,০০০/- (দশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

ফারুক পেশায় একজন দোকান কর্মচারী। সহযোগিতা পেয়ে  জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions