বান্দরবানে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত

প্রকাশঃ ১৪ মে, ২০২১ ০২:০৫:১০ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৬:৪১:০৯
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর এর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৭টা ৩০মিনিটে বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৮টায় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার শাহী জামে মসজিদ, জর্জ কোর্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রথম জামাতে ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী। কেন্দ্রীয় জমে মসজিদে ঈদের প্রথম জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বান্দরবানের বিভিন্ন শ্রেণীপেশার মুসল্লিরা।

নামাজ শেষে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে এবং দেশ ও জাতির মঙ্গল কামনাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের  সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions