ঈদ উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে গরীব ও অসহায়দের বস্ত্র বিতরণ

প্রকাশঃ ১৩ মে, ২০২১ ০৬:৪৩:৪৮ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৩:২৯:২৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে সেনাবাহিনীর উদ্দ্যাগে পবিত্র ঈদ ও চলমান করোনা মহামারীতে কর্মহীন অসহায় হয়ে পড়া জনগনের মাঝে বস্ত্র প্রদান করা হয়েছে।

১৩ মে (বৃহস্পতিবার) বান্দরবান জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বান্দরবান সেনা জোনের আয়োজনে জেলার শতাধিক অসহায় ও গরীব মানুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে একটি শাড়ী ও একটি লুঙ্গি প্রদান করা হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর শুরু থেকেই আত্মমানবতার সেবায় সুবিধাবঞ্চিত জনগণের মাঝে বিভিন্নভাবে ত্রাণ বিতরণ করে আসছে বান্দরবান সেনা জোন।

বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়,পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এই ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions