সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজেন প্রতি বছরের ন্যায় এবারও রাঙামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বিহু, সাংগ্রাই উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলা নববর্ষ প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত হয়, রাঙামাটিতে বহু জাতি-গোষ্ঠীর বসবাস, তাই প্রতিটি জাতির অংশগ্রহণে এবং তাদের ঐতিহ্য তুলে ধরার লক্ষে জমকালো মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া পান্তা ভাত উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। বিকালে শহীদ শুক্কুর স্টেডিয়ামে বলি খেলা অনুষ্ঠিত হবে।
সকল জাতি-গোষ্ঠীর অংশগ্রহণে বাংলা নববর্ষ অনুষ্ঠান সফল করার জন্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ সকলকে আহ্বান জানান।
প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শারমিন আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজুসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।