জেলা পরিষদ ও এসআইডি-সিএইচটি’র যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২০ ০৯:৩২:৫৭ | আপডেটঃ ০৯ নভেম্বর, ২০২৪ ০২:৫৬:৩০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এসআইডি-সিএইচটি, ইউএনডিপি এর মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পগুলি সমন্বয়ে মাধ্যমে কাজ করলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। তিনি  বলেন, রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে পরিষদ সদস্যদেরকে নির্বাচিত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে উপজেলার জন্য নির্দিষ্ট সদস্যদেরকে অন্তর্ভুক্ত এবং অবহিত করতে হবে। তিনি আরো বলেন, তৃণমূল পর্যায়ের উন্নয়ন কাজ করাই পরিষদেরই অন্যতম দায়িত্ব । আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে পরিষদের সাথে সমন্বয় রেখে তৃণমূল পর্যায়ের উন্নয়ন কাজ করার জন্য আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে(এনেক্স ভবন) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং এসআইডি-সিএইচটি এর যৌথ উদ্যোগে আয়োজিত অবহিতকরণ সভায় বক্তব্যকালে তিনি একথা বলেন।

চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায়  পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য রেমলিয়ানা পাংখোয়া,  সদস্য বাদল চন্দ্র দে, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য আব্দুর রহিম, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য আছমা বেগম, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য সবির কুমার চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, এসআইডি-সিএইচটির লাইভলিহুড এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এর চীফ বিপ্লব চাকমা, এসআইডি-সিএইচটির জেন্ডার এন্ড কমুনিটি কোহেসন এর চীফ ঝুমা দেওয়ানসহ ইউএনডিপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে এসআইডি-সিএইচটির পক্ষে ইউএনডিপির প্রকল্পের উপর একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্ট করেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অনুপম চাকমা এবং জেন্ডার এন্ড কমুনিটি কোহেসন এর চীফ ঝুমা দেওয়ান। পরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্প কর্মকর্তারা স্ব স্ব্ প্রকল্পের পাওয়ারপয়েন্ট প্রেজেন্ট উপস্থাপন করেন।

উল্লেখ্য, এসআইডি-সিএইচটি এর পক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মোট চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলো হলো, ১. কৃষি এবং খাদ্য নিরাপত্তা প্রকল্প, ২. সিএইচটি ক্লাইমেট রেজিলেন্স প্রজেক্ট, ৩. উইমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট থ্রু এডুকেশন এন্ড স্কিল, ৪. সিএইচটি ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটি।
 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions