পাহাড় কাটার দায়ে কৃষক লীগ সম্পাদককে অর্থদন্ড

প্রকাশঃ ২৯ জুন, ২০১৮ ০১:০৩:০৬ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৮:২৯:২৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এসএম ইউসুফ আলীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০-এ আওতায় খাগড়াছড়ি সদরের সবুজবাগ এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামজুল তাবরিজ। এসময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এসএম ইউসুফ আলীকে ৫০ হাজার টাকার অর্থদন্ড। অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেন।
খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক(এসআই) সাদেক মিয়া জানান, পাহাড় কাটার দায়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এসএম ইউসুফ আলীকে আটক করে ভ্রাম্যমান আদালত। দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত তাকে ৫০ হাজার টাকার অর্থদন্ড এবং অনাদায়ে একমাসের জেল দেয়। অর্থদন্ডের জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।
এবিষয়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এসএম ইউসুফ আলী বলেন, বাড়ি নির্মাণের জন্য মাটি ড্রেসিং করা হয়েছে মাত্র। প্রভাবশালী ব্যক্তির সাথে দ্বন্দ্বের কারণে প্রশাসনকে প্রভাবিত করে হয়রানী করা হচ্ছে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions