প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২০ ০২:৪৬:৫৬
| আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৭:০৩:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। মঙ্গলবার বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরুর দিন রেজিস্ট্রেশন করা ৭১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৭০৪ জন পরীক্ষায় অংশ নেয় জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ছিল ৫০ মিনিট। প্রত্যক পরীক্ষার্থী ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র সেটে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে দেখানো বা শিখিয়ে দেওয়ার কোন সুযোগ ছিল না বলে জানান কলেজের নিয়ন্ত্রণ বোর্ডের শিক্ষক সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক অতুল চাকমা।
পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামসুল হক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সফিকুল ইসলাম। চলমান এ পরীক্ষা আগামী ২১ অক্টোবর শেষ হবে। রুটিন অনুযায়ী পরীক্ষা সকাল ১০ টা থেকে সকাল ১০ টা ৫০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।