এই ছবিটি প্রদীপ চৌধুরী

প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০২০ ০৬:৫২:৫৯ | আপডেটঃ ০১ এপ্রিল, ২০২৩ ১০:৪৯:৪৮
এই ছবিটি দেখলে যাঁদের মনে মেঘ জমে না
এই ছবিটি দেখলে যাঁদের বুক কাঁপে না
এই ছবিটি দেখলে যাঁদের চোখ ভেজে না
এই ছবিটি দেখলে যাঁদের গা তাতে না;

সেই মানুষরা,
মানুষ নামের পাকিস্তানী জাত-প্রজাতি
মানুষ নামের ঘৃন্যতরো শকুন পাখি
মানুষ নামের ভয়াল কিছু
লড়ছে আজো পিছু পিছু

বঙ্গবন্ধু,
তোমার রক্তের দাগ শুকোয়নি বত্রিশের সিঁড়ি থেকে
চার সাড়ে চার দশক শেষেও
হাজার বছর শ্রেষ্ট্র মানব
তোমায় স্মরি স্বজনসহ হৃদয়ভরা অশ্রু মেখে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions