বান্দরবানের বিভিন্ন স্কুলে চিত্রশিল্পী নিয়োগ দিচ্ছে Green Hill এনজিও

প্রকাশঃ ২১ মে, ২০২০ ১২:০৪:১১ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০৬:৫২:৩৮

USAID এর অর্থায়নে Green Hill(GH) এবং Save the Children (SCI) যৌথভাবে Multi Purpose Cyclone Shelter(MPCS) প্রকল্পের আওতায় বান্দরবান পার্বত্য জেলার আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং লামা উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে মোট ২৮টি স্কুলে কার্যক্রম পরিচালনা করছে।। উক্ত স্কুলের শ্রেণীকক্ষসমূহের দেয়ালে চাহিদা মোতাবেক শিশুবান্ধব এবং শিক্ষামূলক বিভিন্ন চিত্র অংকন করা হবে।


এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রীধারী চিত্রশিল্পীদের কাছ থেকে আগামী ২৮ মে ২০২০, বৃহস্পতিবারের মধ্যে ই-মেইলে, কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি নিম্ললিখিত ঠিকানায় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রেরণের জন্য আহবান জানানো যাচ্ছে। উল্লেখ থাকে যে, পার্বত্য এলাকার স্থায়ী বাসিন্দা এবং সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। 


প্রকল্প সমন্বয়কারী

MPCS প্রকল্প

গ্রীনহিল

ইন্দ্রানী হাউজ, চম্পকনগর

রাংগামাটি-৪৫০০। 

ফোঃ+৮৮০৩৫১- ৬৩৩৪৩, ৬১১৫৬

মোঃ-০১৭১৫-৯০২৭৯৮

ইমেইল:- info@greenhill-bd.org

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions