৬৫৮ ভোটে জয়ী হলেন মাহাফুজুর রহমান

প্রকাশঃ ৩১ মার্চ, ২০১৮ ১০:০৮:০৫ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০১:৩৪:৩৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। অবশেষে বহুল আলোচিত রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে সাধারন সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছে আওয়ামীলীগের প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মাহাফুজুর রহমান মাহফুজ।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গনণা করা হয়, এতে ভোট দেন মোট ৭১৩জন ভোটার, মাহাফুজুর রহমান ৬৫৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী পেয়েছেন ৪৩ ভোট, বাতিল হয় ১২টি ভোট।
রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৬৬জন, এর মধ্যে ৬৩২ জন আজীবন সদস্য,৩৩৪ জন বার্ষিক সদস্য। রাঙামাটির রিজার্ভ বাজারস্থ শহীদ আব্দুল আলী একাডেমীতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর মাহাফুজুর রহমানের সমর্থকরা আনন্দে মেতে উঠেন এবং পরস্পরকে মিষ্টি মুখ করান।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions