সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বহুল আলোচিত রেড ক্রিসেন্ট নির্বাচনে সাধারন সম্পাদক পদে শান্তিপুর্ণ ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকালে জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, সাইফুল ইসলাম ভুট্টোসহ আজাবীন এবং বার্ষিক অনেক সদস্যকে ভোট দিতে গেছে।
সাধারন সম্পাদক পদে পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগের প্রার্থী মাহাফুজুর রহমান এবং জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী সকালেই ভোট দিয়েছেন।
আজ রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ৬৩২ জন আজীবন সদস্য,৩৩৪ জন বার্ষিক সদস্য সহ মোট ৯৬৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। রাঙামাটির রিজার্ভ বাজারস্থ শহীদ আব্দুল আলী একাডেমীতে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।