পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি আবেদনের সময় সীমা বৃদ্ধি

প্রকাশঃ ২০ জুন, ২০১৯ ০৯:৪০:৩৬ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৬:২৬:০৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য প্রদত্ত শিক্ষা বৃত্তির আবেদনের সময় সীমা বাড়ানো হয়েছে। এর আগে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায়  স্থায়ীভাবে বসবাসরত এবং উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের পোষ্য নিকট হতে ২৫ মে হতে ২০জুনের মধ্যে  শুধুমাত্র অনলাইনে আবেদন  করতে বলা হয়েছিল।

আজ বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সদস্য পরিকল্পনা ড: প্রকাশ কান্তি চৌধুরী  স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে আগামী ২৭জুন পর্যন্ত এর সময় সীমা বৃদ্ধি করা হয়, তবে শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

আবেদনের সাথে জেলা প্রশাসক/ সার্কেল চীফের স্থায়ী বাসিন্দার সনদ, পিতা বা অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র, সর্বশেষ সেমিষ্টার/লেভেল/বর্ষের নম্বরপত্র বা সার্টিফিকেট (জুন ২০১৭ সনের পুর্বে ঘোষিত ফলাফল গ্রহণযোগ্য নয়), শিক্ষা প্রধানের সুপারিশ ( মে ২০১৯ইং এর পুর্বে হলে গ্রহণযোগ্য হবে না) আবেদনকারী সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, বিশেষ কোটা থাকলে (স্ব পক্ষে প্রমাণ) অনলাইনে ফরম  ডাউনলোড করে জমা দিতে বলা হয়েছে। বিস্তারিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ওয়েব  সাইটে  ( www.chtdb.gov.bd  )

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions