সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে ২ একর জমিতে চাষ করা গাঁজা খেত ধ্বংস ও আগুন ধরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের সদস্যরা অভিযানে ধ্বংস করা গাঁজা গাছ আগুনে পুড়িয়ে দেয়। যার আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা বলছে সংশ্লিষ্টরা।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে সিন্দুকছড়ি জোনের গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ির গহীন অরণ্যে অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত ২ একর জমিতে গাঁজা চাষের সন্ধান পাওয়া যায়। গাঁজা গাছ ধ্বংস করা শেষে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলোর ছত্রছায়ায় এ ধরণের চাষাবাদ হয়ে আসছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর।
সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজি এক বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিমের নেতৃত্বে সফল অভিযান চালিয়ে ২ একর গাঁজাখেত ধ্বংস ও পুড়িয়ে দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।