বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ডাকঘরের জরাজীর্ণ অবস্থা

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৫ ০২:৫১:৪২ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ১২:৪৪:০৭
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মারিশ্যা পোস্ট অফিসটি এক সময় স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী একটি কেন্দ্র ছিল। তবে দীর্ঘদিনের অবহেলা, সংস্কারের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বর্তমানে এটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পোস্ট অফিসটির এমন অবস্থার কারণে স্থানীয়দের জন্য সেবা গ্রহণ তো বটেই, এর ভৌত অবকাঠামোই এখন নিরাপত্তাহীন হয়ে উঠেছে।

মারিশ্যা পোস্ট অফিসে গিয়ে দেখা গেছে, এর  জানালাগুলো ভেঙে গেছে, দরজাগুলোর অবস্থাও ভয়াবহ। বর্ষাকালে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে, কারণ বৃষ্টি হলে অফিসের ভেতরে পানি ঢুকে পড়ে। এমনকি পোস্ট অফিসের ছাদ থেকেও বৃষ্টির পানি পড়ে, যার ফলে নথি এবং অন্যান্য সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

একটি সরকারি অফিসের এমন বেহাল দশা দেখে স্থানীয় জনগণ হতাশ ও ক্ষুব্ধ। এটি শুধু পোস্ট অফিস নয়, বরং এলাকাবাসীর জন্য একটি প্রয়োজনীয় সেবাকেন্দ্র, যা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

মারিশ্যা পোস্ট অফিসে সাধারণত মাত্র ২ জন কর্মচারীকে কাজ করতে দেখা যায়, যদিও একটি পোস্ট অফিসের কার্যক্রম নির্বিঘœভাবে পরিচালনার জন্য আরও জনবল থাকা উচিত। সীমিত সংখ্যক কর্মচারী হওয়ার কারণে পরিষেবার মানও অনেকক্ষেত্রে ব্যাহত হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে অফিসের জরাজীর্ণ অবস্থা, যা কর্মচারীদের কাজ করার পরিবেশকেও কঠিন করে তুলেছে।

ভাঙা দরজা-জানালার কারণে পোস্ট অফিসটি পুরোপুরি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। এটি এখন যে কোনো চুরি বা নাশকতার ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র, ডাক, এবং পোস্টাল সরঞ্জাম নষ্ট হওয়ার বা চুরি যাওয়ার সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। এই পরিস্থিতি পোস্ট অফিসের কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

এ বিষয়ে মারিশ্যা পোস্ট মাস্টার সুবল কান্তি বড়–য়া বলেন, আমরা লিখিত এবং মৌখিক ভাবে জেলা পোস্ট মাস্টারকে বিষয়টি অবগত করলেও আমাদের কোন প্রতি উত্তর দেয়নি। এখানে মানুষের সম্পদ যেমন অনিরাপদ, তেমনি আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বর্ষার মৌসুমে কাজ করা একই বারে অসম্ভব হয়ে পরে।

জেলা পোস্ট মাস্টার গোপাল নাথ বলেন, মারিশ্যা- পোস্ট অফিসের বিষয়ে আমরা অবগত আছি। আমাদের এমন বেশ কয়েকটি পোস্ট অফিসের নাজেহাল অবস্থা রয়েছে। ধাপে ধাপে কাজ চলছে। বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা পোস্ট অফিসের প্রকল্প আসলে কাজ শুরু করা হবে।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions