শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৫ ০৮:২৫:১৮ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ১০:৩৪:২৬
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবান সরকারি কলেজের তথাকথিত শিক্ষক দাবিদার আমানউল্লাহ কর্তৃক এইচ এস সির নির্বাচনী পরীক্ষা বানচাল, কলেজে ভাংচুর, শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারী) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।  

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বহিরাগত আমানউল্লাহ নামে এক শিক্ষক তার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে গত ১৬ জানুয়ারী বান্দরবান সরকারি কলেজে এইচ এস সির নির্বাচনী পরীক্ষা বানচাল, কলেজে ভাংচুর, শিক্ষকদের মানহানী ও কলেজের ভাবমূর্তি নষ্ট করেছে, যা বান্দরবান সরকারি কলেজের দীর্ঘদিনের যে সুনাম রয়েছে সেটি ক্ষুন্ন করেছে। এসময় শিক্ষার্থীরা বহিরাগত আমানউল্লাহকে বান্দরবান সরকারি কলেজে অবাঞ্চিত ঘোষণাসহ, ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা ৪ দফা দাবী পেশ করে । কলেজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নিয়োগ বিহীন শিক্ষক আমানউল্লাহর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, যেসব শিক্ষার্থী বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের বহিষ্কার করতে হবে,অধ্যক্ষ এর বিরুদ্ধে আনীত অভিযোগ গুলোর সুস্পষ্ট জবাব দিতে হবে, বানচাল হওয়া পরীক্ষার পুনরায় রুটিন প্রকাশের মাধ্যমে গ্রহন করতে হবে।

এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও তথাকথিত শিক্ষক আমানউল্লাহ বান্দরবান কলেজের নিয়োগপ্রাপ্ত কেউ না বলে জানান বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী। অধ্যক্ষ জানান, আমানউল্লাহ নামে এক খন্ডকালীন শিক্ষক তার কোচিং সেন্টারের কিছু শিক্ষার্থী নিয়ে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আর তার জন্য বান্দরবান সরকারি কলেজের সুনাম ক্ষুন্ন হয়েছে। 

প্রসঙ্গত, গত ১৬জানুয়ারি (বৃহস্পতিবার) অনিয়ম দূর্নীতিসহ নানা অভিযোগ এনে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে আমানউল্লাহ নামে এক খন্ডকালীন শিক্ষক এর নেতৃতে সরকারি কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions