কাপ্তাই সুইডেন পলিটেকনিকের পাহাড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির শীত বস্ত্র বিতরণ

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ০৭:২৬:০৭ | আপডেটঃ ২৩ জানুয়ারী, ২০২৫ ০৫:২২:৪৭

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শেকড়ের অবিরাম পাহাড়ের টানে,মমত্ব ছড়াবো উষ্ণতার চাদরে" শ্লোগানে প্রথমবারের মত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর প্রাক্তন বর্তমান পাহাড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে  বার্ষিক শীত বস্ত্র শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

 

শুক্রবার(১৭ জানুয়ারী) সকালে কাপ্তাই উপজেলার কুদুকছড়ি হেডম্যান পাড়া, কিলাছড়ি সুইডেন পলিটেকনিক এলাকায় ৬০ পরিবারের কম্বল ৪৩ জন প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

 

এসময় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র  শান্তি চাকমা, সুমন চাকমা, কামনাশীষ চাকমা, হেডম্যান কালাচান তঞ্চঙ্গ্যা, কুদুকছড়ির কার্বারি বিপিন বিহারী চাকমা, শুভধন পাড়া কার্বারি বীরসেন তঞ্চঙ্গ্যা, কিলাছড়ি কার্বারি ধীন মহন তঞ্চঙ্গ্যা সহ পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রাক্তন- বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions