বান্দরবানের লামায় দেশীয় বন্দুকসহ এক যুবক আটক

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৯:৫৪:১৪ | আপডেটঃ ১৬ জানুয়ারী, ২০২৫ ০৩:৩০:৪৮

সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে পুলিশ সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে একনালা দেশীয় বন্দুকসহ আটক হয়েছে এক যুবক। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে মাংলাও মারমা(২১) নামের এক ওই যুবককে তল্লাশি করে তার সাথে থাকা বস্তা মুড়িয়ে রাখা গাদা বন্দুক উদ্ধার করে চেক পোস্টে কর্তব্যরত সেনা পুলিশ সদস্যরা।

 

মাংলাও মারমা(২১) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাড়ার বাসিন্দা কেওযাই মারমার ছেলে।

 

সূত্রে জানা যায়,ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ বনপুর বাজার থেকে ইয়াংছা চেকপোস্ট অতিক্রমকালে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তাকে তল্লাশি করে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জামিল হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে জানা যায়,অজ্ঞাত আসামীরা পাঁচ হাজার টাকার চুক্তির বিনিময়ে এক নলা দেশীয় বন্দুকটি অজ্ঞাত কোনো এক স্থানে পৌঁছে দেওয়ার জন্য তাকে ভাড়া করে

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান , এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে। 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions