রাঙামাটি বধির ও অন্ধ কল্যাণ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৪:৫৫:০৪ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১০:৪২:৪৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বধির (বাক-শ্রবণ) ও অন্ধ কল্যাণ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে আসামবস্তির (রাম ঠাকুর আশ্রম সংলগ্ন) বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান। 

বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাছির উদ্দিনের সঞ্চালনায় ইশারা ভাষায় অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে নাসরীন সুলতানা বলেন, সমাজের বিশেষ নাগরিকদের ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাঙামাটি বধির (বাক-শ্রবণ) ও অন্ধ কল্যাণ বিদ্যালয়। বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জায়গা প্রদান করা হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে এডিবি’র বরাদ্দে বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে শিগ্রই তা বাস্তবায়ন হবে। আগামীতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সংক্ষিপ্ত আলোচনা শেষে ৩৭জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন অতিথিরা। 


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions