বান্দরবানের লামায় সরই ইউনিয়ন থেকে ৭ তামাক শ্রমিককে অপহরণ

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৪:৫০:৪৪ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১০:৪৪:৫১

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকা থেকে  বুধবার গভীর রাতে তিনটি তামাকের খামার বাড়ি থেকে জন তামাক চাষী শ্রমিক কে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা এই ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারী গভীর রাতে  সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা  হাতে লাঠি নিয়ে তামাকের  খামার বাড়িতে আসে এবং টি খামার বাড়ি থেকে জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকৃত  ব্যক্তিরা তামাক  ক্ষেতে কাজ করে বলে জানা যায়। অপহৃতরা হলেন,মোঃ আমিন(৩৫) খামারের মালিক, মোঃ আলেক্স জোহার(৩৫) শ্রমিক, মোঃ শফি আলম(৩২) শ্রমিক, মোঃ সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মোঃ জাবেদ(২৬) শ্রমিক, আসাদ (১৮) শ্রমিক, মোঃ আবু হানিফ(২১) শ্রমিক।

 

সূত্র জানায় বাগানের মালিক রফিক তার বাগানের শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে  সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানায়।

 

অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহদাৎ হোসেন জানান, লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা সাত জনকে অপহরণ করে নিয়ে যায়, পরে সেনাবাহিনী পুলিশের সমন্বয়ে তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions