লংগদু উজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-মেলা উদযাপন

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ০৫:২৯:০৯ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১০:৪৮:৩৯

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে ৪৬তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

"জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়" স্লোগানে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত মেলায় উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উদ্ভাবকরা অংশ নিয়েছেন। মেলায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে বিচারকদের সামনে প্রদর্শন করেন।

 

সোম মঙ্গলবার (১৩-১৪ জানুয়ারি) দুইদিন ব্যাপী মেলা লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হয়। প্রদর্শিত স্টলগুলো ঘুরে প্রদর্শন করেন মেলার সভাপতি নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সৌরভ সেন, অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান সভাপতি এবিএস মামুন প্রমূখ।

 

অনুষ্ঠিত বিজ্ঞান প্রযুক্তি মেলা প্রদর্শন শেষে অতিথি বিচারকগণ বলেন, আজকের প্রজন্মই দেশের বিভিন্ন খাতে ভবিষ্যৎ কান্ডারী হবেন। শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সকল প্রকার সহায়তা দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions